Spread the love

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ফজর আলী ওরফে ফজলু সরদার (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

আটককৃত ফজলু সরদার দেবহাটার বসন্তপুর গ্রামের মৃত জুড়োন সরদারের ছেলে।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই হুমায়ুন কবির ও এএসআই সুজিত কুমারসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ২০গ্রাম গাঁজাসহ ফজলু সরদারকে আটক করেন।

এঘটনায় দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (নং-০৬) দায়ের পরবর্তী আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *