এসভি ডেস্ক: সহকর্মীদের সহায়তায় স্ত্রীকে পরিবার কাউন্সেলিং সেন্টার থেকে অপহরণ করে ধর্ষণ করলেন স্বামী ও তার সহকর্মীরা। দু’দন ধরে তাকে ধর্ষণ করার পর রেললাইনে ফেলে পালিয়ে যান অভিযুক্তরা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পীলীভিতে। ২৮ বছরের ওই নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। তার পর ওই নির্যাতিতার স্বামী-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
৯-র এপ্রিলে তার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই পণের দাবিতে তার উপর অত্যাচার চালাতেন স্বামী। স্বামীর মারের চোটে ২০১৮-র জানুয়ারিতে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। তখন থানায় স্বামীর বিরুদ্ধে মামলাও করেছিলেন তিনি।
২৪ জুলাই পরিবার কাউন্সেলিং সেন্টারে শুনানি ছিল। সে জন্যই সেখানে গিয়েছিলেন ওই নির্যাতিতা। অভিযোগ, সেখান থেকেই তাকে অপহরণ করে নিয়ে যান স্বামী ও তার সহকর্মীরা। অজানা জায়গায় নিয়ে গিয়ে তার উপর দু’দিন ধরে নির্যাতন করেন স্বামী। তার পর শাহি রেল স্টেশনের কাছে রেল লাইনের উপর ফেলে দেওয়া হয়। অভিযোগ, সেখানে তাকে ধর্ষণ করেন স্বামীর সহকর্মীরা।