নিজস্ব প্রতিনিধি: বাড়িতে একা পেয়ে সাতক্ষীরার তালায় ৫ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।
শুক্রবার ভোরে সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের শাহাজাতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই ছাত্রীর বাবা জানান, শুক্রবার ভোরে আমার মেয়ে বাড়িতে একা ছিল। এই সুযোগে পার্শ্ববতী মৃত আনার উল্যাহ সরদারের লম্পট ছেলে আমান উল্যাহ সরদার(৪০) আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে লম্পট আমান পালিয়ে যায়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল বলেন, ওই স্কুলছাত্রীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।