শেখ রিজাউল ইসলাম(বাবলু): ৫০ পিছ ইয়াবা বড়িসহ ৫ বৎসরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে সাতক্ষীরা থানা পুলিশ।
সাজাপ্রাপ্ত আসামীর নাম খলিলুর রহমান অরফে ইব্রাহীম সরদার(৪৫)। তিনি সাতক্ষীরা সদরের গদাঘাটা গ্রামের মৃত হাজী মোবারক সরদারের ছেলে।
সোমবার(৩ আগস্ট) দুপুর তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার খেয়া খুশি ক্লিনিকের সামনে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা বড়িসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, আসামীর নামে ৫ টি মামলা চলমান রয়েছে। একটি মামলায় তিনি ৫ বৎসর সাজা প্রাপ্ত আসামী। নতুন করে ৫০ পিস ইয়াবা বড়িসহ গ্রেফতার হওয়ায় তার নামে নতুন করে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।