Spread the love

নিজস্ব প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড’র ডিএইচএমএস’র ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশ করা হয়েছে।

সাতক্ষীরার সন্তান আহছানুল হক রুমি বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের আওতায় ডিবি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে ২০২০ সালের ডিএইচএমএস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

সমগ্র বাংলাদেশের ৭২টি মেডিকেল কলেজের মেধা তালিকায় ১০ জনের মধ্যে আহছানুল হক রুমি দশম স্থান অধিকার করেছেন।

আহছানুল হক রুমি সাতক্ষীরা সদর উপজেলার সুললতানপুর (দিঘীর পাড়) মোঃ কামরুল আরেফীন (বিশিষ্ট ব্যবসায়ী) ও মোছা হাজিরা খাতুনের বড় ছেলে।

তিনি সাতক্ষীরাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে ২০২২ সালের মধ্যে একজন যোগ্য চিকিৎসক হিসেবে পরিচয় লাভ করতে চান।

আহছানুল হক রুমি ২০০৫ সালে যুুক্তরাজ্যের সেন্টাল কলেজ অব লন্ডন থেকে মাস্টার্স ইন ফ্রিন্যান্সিয়্যাল ম্যানেজমেন্ট (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। তিনি ভবিষৎ এ অর্গানন অব মেডিসিন এন্ড সার্জারীর উপর আমেরিকা হতে এমডি ও পিএইচডি ডিগ্রি অর্জনের ব্যাপারে আশাবাদী।

তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *