April 10, 2021, 2:14 pm
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০শে জুলাই) সকালে সদর উপজেলা পরিষদের উদ্যোগে বাঁশদহা ইউনিয়নের ৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া এসকল উপহার সামগ্রী (নগদ অর্থ) বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
এসময় করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে থমকে গেছে জনজীবন।
সবচেয়ে বিপাকে পড়েছে অসহায় দরিদ্র দিনমজুর খেটে খাওয়া মানুষ। দেশে এই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এসময় তিনি প্রধানমন্ত্রীর করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কিত নির্দেশনা মেনে চলার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আনসার আলী, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, সাধারণ-সম্পাদক মাষ্টার মফিজুর রহমান, সিদ্দিকুর রহমান, ফারুক হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
All rights reserved © Satkhira Vision