April 14, 2021, 6:00 pm
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু বলেছেন, ‘ধর্ম নিরপেক্ষতায় বাংলাদেশ গোটা বিশ্বের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জনসেবা করে যাচ্ছে। মানুষের কল্যাণে এবং মসজিদ, মন্দির নির্মানে তিনি অগ্রাধিকার ভিত্তিতে অকাতরে বরাদ্দ দিচ্ছেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, আগামী প্রজন্ম পাবে সমৃদ্ধশালী একটি বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩০শে জুলাই) সকালে বিনেরপোতা সার্বজনীন দূর্গা মন্দিরে সরকারী সহযোগীতায় ছাদ ঢালাই নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন তিনি। এসময় বিনেরপোতা সার্বজনীন দূর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
All rights reserved © Satkhira Vision