বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটার পারুলিয়া ইউনিয়নের শাখরা কোমরপুরের গ্রেফতার স্পটে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে নিয়ে এসেছে র্যাব।
বৃহস্পতিবার(৩০ জুলাই) বিকাল ৪টার দিকে দেবহাটার লাবন্যবতী নদীর ওপর কোমরপুরের বেইলী ব্রীজের ওপর তাকে নিয়ে আসে র্যাব। এরপর উৎসুক সাধারণ মানুষকে সরিয়ে স্থানীয় ক্যামেরাপার্সন ও সাংবাদিকদের ব্রীজ থেকে নির্দিষ্ট দুরত্বে সরিয়ে ৫-৭ মিনিট কথাবার্তা বলে আবারও গাড়ীতে ওঠায়। সাহেদের মুখমন্ডল ছিল হেলমেটে ঢাকা, গায়ে ছিল গেঞ্জি ও র্যাবের নিরাপত্তা জ্যাকেট। ব্রীজের ওপর থেকেই আবার গাড়িতে উঠিয়ে ফের খুলনার উদ্দেশ্যে রওয়ানা দেয় র্যাব।
এসময় তদন্তের স্বার্থে র্যাব উপস্থিত সংবাদকর্মীদের কোনধরনের প্রশ্ন করার চেষ্টা থেকে বিরত থাকতে বলেন।