April 14, 2021, 7:40 am
এসভি ডেস্ক: পাকিস্তানের আকাশ সীমায় একটি ভারতীয় ড্রোন ঢুকে পড়ায় তা গুঁড়িয়ে দিয়েছে দেশটির সেনারা। পাক সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোন মন্তব্য পাওয়া যায় নি।
খবরে বলা হয়েছে, সোমবার (২৭ জুলাই) পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তাদের ভূখণ্ডে ভারতের একটি ড্রোন ঢুকে পড়ে। সেটি গুলি করে ধ্বংস করা হয়েছে। ভারতীয় এই ড্রোন সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে ছবি তুলছিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতীয় ড্রোন লাইন অফ কন্ট্রোলের পাণ্ডু সেক্টরে দেখা গিয়েছিল। গুলি করার পর তার ধ্বংসবশেষ পাকিস্তান সীমান্তে পড়েছে। সীমান্ত পেরিয়ে প্রায় ২০০ মিটার ঢুকে পড়েছিল ড্রোনটি।
পাক সেনাদের দাবি, এ নিয়ে এ বছরে ১০টি ভারতীয় ড্রোনকে গুলি করে ধ্বংস করা হয়েছে।
All rights reserved © Satkhira Vision