April 11, 2021, 12:09 am
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলার সর্বস্তরের শিক্ষার্থীদের মোর্চা সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির প্রতিষ্ঠকালীন কমিটি ঘেষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র শেখ শাকিল হোসেনকে সভাপতি এবং সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র এসএম শাহিন আলমকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হল।
মঙ্গলবার (২৮ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ইতোমধ্যে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজ করে চলেছে।
ছবিতে সভাপতি শেখ শাকিল হোসেন এবং সাধারণ সম্পাদক এসএম শাহিন আলম।
All rights reserved © Satkhira Vision