আকবার আলী, কলারোয়া: সমাজের অবক্ষয় রোধ ও আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্য বিবাহের বিরুদ্ধে সকলকে সোচ্চার হাওয়ার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরার কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর-উল-গীয়াস।
মঙ্গলবার(২৮ জুলাই) সকালে কেড়াগাছি ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখেন।
কেড়াগাছী ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, নজরুল ইসলাম, মোসলেম উদ্দিন, বিট অফিসার এস আই সুবীর কুমার ঘোষ, এ এস আই আসলাম শিকদার, এ এস আই সোহেল রানা, ইউপি সদস্য সামসুর রহমান, নজরুল ইসলাম, আবুল কাশেম, বিল্লাল হোসেন, রফিকুল ইসলাম, রুবিনা সালাম, ইউপি সচিব নুরুজ্জামান, যুবনেতা সুমন হোসেন, আলমগীর হোসেনসহ অত্র ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সুধীসমাজ ও সচেতন নাগরিক বৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের শিক্ষক প্রদর্শক শাহিনুর রহমান।