April 10, 2021, 2:31 pm
স্টাফ রিপোর্টার: ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে গৃহহীন বিধবা নারীর ‘ঘর নির্মাণ’ কাজের উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু।
রোববার (২৬জুলাই) সাতক্ষীরা পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালুর পরামর্শে ইটাগাছা পশ্চিম পাড়ায় মৃত আব্দুলল মান্নান সরদারের স্ত্রী রুবিয়া পারভীনকে আকিজ ট্রাস্টের সহযোগিতায় ও সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবুর তত্বাবধায়নে প্রায় ১ লক্ষ টাকা ব্যয়ে দূর্যোগ সহনীয় ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য এড. শাহনেওয়াজ পারভীন মিলি, বেস্ট টিম সাতক্ষীরার পরিচালক মোস্তাফিজুর রহমান, আব্দুর রহমান প্রমুখ। এসময় তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারে আকিজ ট্রাস্ট’র সহযোগিতায় এ দূর্যোগ সহনীয় ঘরটি নির্মাণ করা হচ্ছে। এধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।’
All rights reserved © Satkhira Vision