সোহারাফ হোসেন(সৌরভ): করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই মারা গেছেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আবু সাঈদ।
রোববার(২৬ জুলাই) দুপুরে সাতক্ষীরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান করোনার বিষয়টি নিশ্চিত সাতক্ষীরা ভিশনকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আবু সাঈদ করোনায় আক্রান্ত ছিলেন। গত ১৫ জুলাই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল হতে তার নমুনা সংগ্রহ করা হয়। গত ১৬ জুলাই তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
এদিকে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ভিশনকে বলেন, ১০-১৫ দিন আগে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হন আবু সাঈদ। এরপর সাতক্ষীরার চায়না বাংলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে মারা যান তিনি।