এসভি ডেস্ক: আবু জাহিদ ডাবলুকে সভাপতি, এইচ আর মুকুলকে সাধারণ সম্পাদক ও শফিকুল আলম বাবুকে সাংগঠনিক সম্পাদক করে সাতক্ষীরা জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
গত ২৩ জুলাই সাতক্ষীরা জেলা যুবদলের ১৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
দেশের এ ক্রান্তিকালে সাতক্ষীরা জেলা যুবদলের শক্তিশালী কমিটি অনুমোদন দেয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় টিম লিডার আলী আকবর চুন্নু ভাইকে সাতক্ষীরা জেলা যুবদলের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সিনঃ সহ-সভাপতি আসাদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, হাসান শাহরিয়ার রিপন, সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, যুগ্ম সম্পাদক আলী শাহিন, সুমন রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, কোষাধ্যক্ষ আল হেলালসহ জেলার সকল নেতৃবৃন্দ।
এদিকে সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি অনুমোদিত হওয়ায় নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে তাৎক্ষনিক সংবর্ধনা জানাতে শহরের করিম সুপার মার্কেটে উপস্থিত হন সদর উপজেলা ও পৌরযুবদলের শতাধিক নেতৃবৃন্দ।