মাসুদ পারভেজ, কালিগঞ্জ: করোনা ভাইরাস কোভিড ১৯ ক্রান্তিকালে ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদীর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে মাক্স বিতরণ করা হয়েছে।
শনিবার(২৫জুলাই) বিকাল ৫টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে গ্রাম পুলিশদের মাঝে এ মাক্স বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, সাহিত্যিক আজিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহিত্য বি চৌধুরী সহ ১২টি ইউনিয়নের গ্রাম পুলিশ ও গণমাধ্যম কর্মীরা।