এসভি ডেস্ক: সাতক্ষীরা জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন কুশখালী ইউনিয়নের সাবেক ছাত্রনেতা আল হেলাল।
বৃহস্পতিবার(২৩ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক জনাব সুলতান সালাহউদ্দিন টুকু স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে আল হেলালকে কোষাধ্যক্ষ করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলকে অভিনন্দন জানিয়েছেন কুশখালী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্র দল ও সেচ্ছাসেবক দল।