April 14, 2021, 4:21 pm
কামরুল হাসান: কলারোয়ায় র্যাবের অভিযানে ২৫০ বোতল ফেনসিডিলসহ মোঃ আলামিন(১৯) নামে এক মাদক কারবারি আটক হয়েছে।
বুধবার রাত সোয়া ১০টার দিকে কলারোয়া টু চন্দনপুর সড়কের খাসপুর চৌরাস্তার যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আলামিন উপজেলার কেঁড়াগাছির ইউনিয়নের পাঁচপোতা গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
র্যাব ৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশীদ জানান, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলারোয়ার খাসপুর চৌরাস্তার যাত্রী ছাউনির সামনে থেকে আলামিনকে ২৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। আটক হওয়া আলামিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
All rights reserved © Satkhira Vision