Spread the love

এসভি ডেস্ক: সাতক্ষীরার তালায় বাবার আত্মহত্যার ৩০ বছর পরে একই স্থানে আত্মহত্যা করেছে ছেলে।

নিহতের নাম ছুবহান ফকির(৬৫)। তিনি তালা উপজেলার বালিয়াদাহ গ্রামের মৃত মোহর আলী ফকিরের ছেলে

মঙ্গলবার (২১ জুলাই) সকালে তার বাড়ির পার্শবর্তী বিলের ধারে সজিনা গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। 

তবে কি কারণে তিনি আত্নহত্যা করছে বলতে পারছেনা ছোবহান ফকিরের পরিবারের সদস্যরা। 

গত আড়াই মাস আগে তার স্ত্রী অসুস্থ হয়ে মারা যান।

স্ত্রীর মৃত্যুর শোকে সে এমন ঘটনা ঘটাতে পারে স্থানীয় অনেকে ধারণা করছে।

এমনকি ৩০ বছর আগে তার বাবা মোহর আলী ফকির একই জায়গায় আত্মহত্যা করেছিল বলে জানায় তার পরিবারের সদস্যরা।  

তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান রাসেল তার মৃত্যু বিষয়  নিশ্চিত করেছেন।