April 14, 2021, 5:32 pm
এসভি ডেস্ক: সিলেটে ডা. এ এইচ এম শাহ আলম নামের এক চিকিৎসককে ৪ মাসের জেল ও এক লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অর্থের বিনিময় করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, ওসমানী হাসপাতালের চিকিৎসক না হয়ে প্যাডে নিজেকে এমএজি ওসয়ামানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পরিচয় দেয়া এবং নিজে করোনা আক্রান্ত হয়েও ১৬ তারিখ পর্যন্ত চেম্বারে রোগী দেখার দায়ে তাকে জেল ও জরিমানা করা হয়।
রবিবার (১৯ জুলাই) দুপুরে তাকে নিজ বাসা থেকে গ্রেফতারের পর সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে মেডিনোভা মেডিকেল সার্ভিসেসে অভিযান পরিচালনা করে র্যাব-৯।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনন্দা রায়।
মোবাইল কোর্ট পরিচালনা করে তার বিরুদ্ধে ৩ টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে জেল ও অর্থদণ্ড প্রদান করা হয়।
All rights reserved © Satkhira Vision