শেখ রিজাউল ইসলাম(বাবলু): ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান(র্যাব)।
আজ রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে সাতক্ষীরা সদরের সাতানী গ্রামের সাবুতলার মোড় হতে ওই যুবককে গ্রেফতার করা হয়।
আটক যুবকের নাম মাসুদ রানা ওরফে রাহুল(২৪)। তিনি সাতক্ষীরা সদরের ভাদড়া গ্রামের আব্দুল্লাহ’র ছেলে।
র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে।