Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে রাতে আধারে তিন দোকানে চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে বুধহাটা বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধহাটা কবির সুপার মার্কেটে হাবিবুল্লাহ মোবাইল হাউজের দোকানের সার্টার বেঁকীয়ে চোরের দল দোকানের ভিতরে প্রবেশ করে ২০টি বাটান মোবাইল, যার আনুমালিক মূল্য ২০/২৫ হাজার টাকা, ২০টি মেমোরী ও ৩০টি মোবাইল ব্যাটারী, যার আনুমালিক মূল্য ১০/১২ হাজার টাকা এবং ড্রয়ারে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা লুট করে। একই রাতে সংগবদ্ধ চোরের দল আদনাদ মিন্দারেশ এর শেখ মুদি দোকান থেকে মালামাল ও নগদ অর্থ সহ প্রায় ৩০ হাজার টাকা লুট করে। এছাড়া নয়ন কম্পিউটার ও মোবাইল দোকানের সার্টার একই ভাবে বেঁকীয়ে দোকানের ভিতরে প্রবেশ করে ড্রয়ারে রক্ষিত প্রায় ৮ হাজার টাকা লুট করে। রাতে চুরির ঘটনায় সংগবদ্ধ চোরের দল আনুমনিক একলাখ বিশ হাজার টাকার মত নগদ অর্থ ও মালামাল লুট করে।

স্থানীয়রা জানান, দোকানের সার্টার বেঁকীয়ে যে অল্প জায়গার মধ্য দিয়ে দোকানের ভিতরে প্রবেশ করা হয়েছে, তা দেখে মনে হচ্ছে অল্প বয়সী বা শ্লিম বডির ব্যক্তি ছাড়া কেউ কোন ভাবেই দোকানে প্রবেশ করতে পারবে। বিগত দিনে ঘটে যাওয়া গভীর রাতে কুল্যা গ্রামে ডাকাতি ও সম্পতি বুধহাটা বাজারের তিন দোকানের চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। তবে বুধহাটা বাজারে বাজার কমিটি ও পাহারাদার না থাকায় প্রতিনিয়ত এমন চুরির ঘটনা ঘটছে বলে দাবী করেন স্থানীয় দোকানীরা।

এমতাবস্থায় অতিদ্রুত বাজার পরিচালনা কমিটি গঠন করা ও রাতে পাহারাদার নিযুক্ত করার জোর দাবী জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *