কামরুল হাসান: ৩৮তম বিসিএস শিক্ষা ক্যাডারে কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র রুহুল আমিন মনোনীত হওয়ায় ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ ও কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বেনজির হোসেন হেলাল, ইউপি সদস্য, ইউপি সচিব, স্কুলের শিক্ষক মন্ডলীসহ এলাকার সুধিজন।
উল্লেখ্য-রুহুল আমিন লাঙ্গলঝাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মাহমুদপুর গ্রামের এয়াকুব আলীর ছেলে। তিনি ২০০৬ সালে লাঙ্গলঝাড়া কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০৮ সালে কলারোয়া সরকারি কলেজ থেকে এইচএসসি ও ২০০৯/১০ সেসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও এমএ পাশ করেন। তিনি এবার ৩৮তম বিসিএস শিক্ষা ক্যাডারে মনোনিত হয়েছেন।