শেখ রিজাউল ইসলাম(বাবলু): ৫৯৬ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণের বারসহ এক বৃদ্ধাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ওই স্বর্ণের বারের দাম আনুমানিক ৩৪ লক্ষ টাকা।
বুধবার(১৫ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার ভোমরা ফল মোড় এলাকা ওই বৃদ্ধাকে আটক করে ভোমরা বিজিবি ক্যাম্পের সদস্যরা।
বৃদ্ধার নাম আছিয়া বেগম (৬৫)। তিনি সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মৃত নিয়ামুদ্দিন সরদারের স্ত্রী।
৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহীউদ্দিন খন্দকার সাতক্ষীরা ভিশনকে বলেন, ৫৯৬ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণের বারসহ আছিয়া বেগমকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের দাম আনুমানিক ৩৪ লাখ টাকা।
তিনি বলেন, তার বিরুদ্ধে মামলা করে সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হবে।