April 10, 2021, 2:46 pm
শেখ রিজাউল ইসলাম(বাবলু): সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অস্ত্রসহ গ্রেফতার হলেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম অরফে শাহেদ(৪৬)।
বুধবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৫ টার দিক সাতক্ষীরার দেবহাটা সীমান্ত কোমরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৬।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য করে জানান, সাতক্ষীরা সীমান্ত থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ৬ জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালায়। সেখান অভিযান চালিয়ে অন্তত ছয় হাজার ভুয়া করোনা পরীক্ষার সনদ পাওয়ার প্রমাণ পায় র্যাব। এরপর গত ৭ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে র্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়।
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। এরপর থেকে সাহেদ পলাতক ছিলেন।
All rights reserved © Satkhira Vision