কামরুল হাসান: কলারোয়ায় ’স্থানীয় সরকার প্রকৌশল’ অধিদপ্তরের আয়োজনে অসচ্ছল মহিলাদের ১৫দিন ব্যাপি সেলাই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচী) ২০১৯-২০’র অর্থায়নে বিভিন্ন ইউনিয়নে অস্বচ্ছল মহিলাদের জন্য ওই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
মঙ্গলবার (১৪জুলাই) বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে বিশেষ অতিখি ছিলেন উপজেলা প্রকৌশলী নাজমুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দীন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন সেলিনা আক্তার ও নূর জাহান।
উল্লেখ্য, গত ১ জুলাই বুধবার থেকে শুরু হওয়া ১৫দিন ব্যাপি সেলাই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ৪০ জন অসচ্ছল মহিলা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণপ্রাপ্ত অসচ্ছল-দুস্থ মহিলাদের হাতে ১টি করে সেলাই(সিঙ্গার) মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে বলে জানা যায়।