বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়ায় বাল্য বিয়ের দায়ে তালা উপজেলা প্রশাসন ২জনকে ৬মাসের জেল ও ২ জনকে কুড়ি হাজার টাকা জরিমানা করেছে।
তালা উপজেলার এসিল্যান্ড খন্দকার রবিউল ইসলাম জানান, সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়ার ৬ষ্ঠ শ্রেণীর এক কনের সাথে একই উপজেলার সরুলিয়ার ১৬ বছরের এক কিশোরের বিয়ের আয়োজন সম্পন্ন হলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বিয়ে প্রতিরোধ করা হয়।
সোমবার সন্ধ্যায় তালা উপজেলা এসিল্যান্ড অফিসে পরিচালনা করা হয় ভ্রাম্যমান আদালত। ওই বিয়ের পক্ষে জোর অবস্থান গ্রহণের দায়ে বরের ভগ্নিপতি সিদ্দিক শেখকে ও কনের দাদা মনিরুল ইসলামকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয় ভ্রাম্যমান আদালত থেকে। এছাড়া কনের দাদা আব্দুল গফুর ও বরের ফুফা হারুণ শেখকে দশ হাজার টাকা করে মোট কুড়ি হাজার টাকা জারিমানা করা হয়েছে।
এ সময় তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও পাটকেলঘাটা থানা পুলিশ উপস্থিত ছিলেন।