এসভি ডেস্ক: করোনা ভাইরাস প্রতিরোধে ৮টি সুন্দর পরামর্শ দিয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক রাসেল।
সুন্দর এই পরামর্শগুলো মেনে চললে করোনা ভাইরাস অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব বলে সাতক্ষীরা ভিশনকে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে বাইরের কাজ হতে বাড়ীতে এসে প্রথমেই অধিক ক্ষারযুক্ত কাপড় কাচা সাবান দিয়ে গোসল করতে হবে, গোসলের সময় নাকের ভেতর সাবান দিয়ে ভালভাবে পরিষ্কার করতে হবে, গোসলের সময় পুরো শরীরে সাবান মেখে ১ মিনিট রেখে দিয়ে তারপর ধৌত করতে হবে, ভাইরাস থাকতে পারে এমন সন্দেহজনক জায়গায় যেমন হাসপাতাল বা আক্রান্ত ব্যক্তির বাড়ি গেলে একটি সার্জিক্যাল মাস্ক তার উপর আরও একটি কাপড়ের মাস্ক মোট দুটি মাস্ক ব্যবহার করতে হবে, কাপড়ের ৩ স্তরের মাস্ক সকলকেই পড়তে হবে, যার মুখে মাস্ক নেই তার কাছাকাছি যাওয়া যাবে না, লকডাউন মেনে চলার জন্য সামাজিক চাপ তৈরি করতে হবে, সর্বোপরি সামাজিক দূরত্ব নিয়ম মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে।