Spread the love

নিজস্ব প্রতিনিধি: শিক্ষানুরাগী ও প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল সরদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের গাবতলা গ্রামের মরহুম আব্দুল করিম সরদারের একমাত্র পুত্র আব্দুল জলিল সরদার বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্বাধীন বাংলাদেশ পরবর্তী নগরঘাটা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের দীর্ঘদিন সভাপতি ছিলেন। বার্ধক্যজনিত কারনে বছর দশেক আগে তিনি ওয়ার্ড আ’লীগের সভাপতি পদ থেকে ইস্তফা নেন। নগরঘাটার গাবতলা জামে মসজিদের দীর্ঘদিন সভাপতি ছিলেন। এছাড়া আব্দুল জলিল সরদার নগরঘাটার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ ১৯৬৭ সালে যখন প্রতিষ্ঠিত হয় তখন তিনি প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। তিনি নগরঘাটা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্যও ছিলেন। তিনি জীবদ্দশায় বহু ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিজেকে যুক্ত রেখেছিলেন।মৃত্যুকালে আব্দুল জলিল সরদারের বয়স হয়েছিলো ৯০ বছরেরও বেশি। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

আব্দুল জলিল সরদারের বড় ছেলে মো. মিজানুর রহমান বিশ্বের সর্ববৃহৎ বে-সরকারি প্রতিষ্ঠান (এনজিও) ব্র্যাকের একজন উদ্ধর্তন কর্মকর্তা। বর্তমানে তিনি আফ্রিকার উগান্ডায় কর্মরত। তিনি বর্তমানে দেশে অবস্থান করছেন। এছাড়া ছোট ছেলে মো. শাহিনুর রহমান দীর্ঘদিন ব্র্যাকে চাকরি করে বর্তমানে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। এছাড়া তিন মেয়ের মধ্যে দুই মেয়ে শিক্ষাকতা করেন। এছাড়াও মরহুম আব্দুল জলিল সরদার লাল সবুজের কথা নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মো. জাবের হোসেন’র চাচা। লাল সবুজের কথা নিউজের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়েছে। মরহুমের জন্য তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *