দেবহাটা প্রতিনিধি: ২২০ বোতল ফেন্সিডিলসহ এক বৃদ্ধাকে আটক করেছে পুলিশ।
আটক মাদক ব্যবসায়ীর নাম রাবেয়া বেগম(৫৫)। তিনি শ্যামনগর উপজেলার বড় গাবুরা গ্রামের মৃত জিয়াদ আলীর স্ত্রী। তবে তিনি দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের খাসখামার গ্রামে নিজের মেয়ে আরিফা খাতুন (২৬) এর বাড়ীতে থাকতেন ।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খাসখামার গ্রামে তার মেয়ে আরিফা পারভীনের বসতবাড়ীতে অভিযান চালিয়ে ওই ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, খাসখামার গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আলীম হোসেন ও মোস্তফা গাজীর সহায়তায় দীর্ঘদিন যাবৎ আরিফা পারভীন ও তার মা রাবেয়া বেগম ফেন্সিডিলের ব্যবসা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ২২০ বোতল ফেন্সিডিলসহ রাবেয়া বেগমকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাবেয়া বেগমের মেয়ে আরিফা পারভীন, আলিম হোসেন ও মোস্তফা গাজী পালিয়ে যান।এঘটনায় চারজনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা হয়েছে।