সোহারাব হোসেন (সৌরভ): ১০৫ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে র্যাব।
মঙ্গলবার বিকাল তিনটার দিকে সাতক্ষীরার দেবহাটার উপজেলার খাস কামার এলাকা হতে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম রাকিবুল ইসলাম(২২)। তিনি দেবহাটার বহেরা গ্রামের আব্দুল মজিদের ছেলে।
র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ বিষটির সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।