Spread the love

শেখ রিজাউল ইসলাম(বাবলু): করোনা উপসর্গ নিয়ে মায়ের মৃত্যুর ২ দিনপর একই উপসর্গ নিয়ে মারা গেলেন ছেলে শেখ মাওলা বক্স(৪৭)। তবে অনেকেই বলছেন হাতুড়ে ডাক্তারের ভূল চিকিৎসার কারণে মারা গেছেন মাওলা বক্স।

আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে সাতক্ষীরা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

শেখ মাওলা বক্স সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের শেখ আতার ছেলে।

এদিকে এর আগে গত রোববার মারা যান মাওলা বক্স এর মা এবং গতকাল সোমবার তার জানাজা সম্পন্ন হয়।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ শেখ তৈয়েবুর রহমান ‘সাতক্ষীরা ভিশন’কে বলেন, মাওলা বক্স প্রায় এক সপ্তাহ যাবৎ জ্বরে আক্রান্ত হয়ে গোপনে এলাকার এক হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছিলেন। আজ মঙ্গলবার ভোর ৫ টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে সাতক্ষীরায় নিয়ে তাকে একাধিক প্রাইভেট হাসপাতালে ভর্তির চেষ্টা করেন। তবে প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি না করায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সকাল ৮ টার দিকে মারা যান মাওলা বক্স।

তিনি আরো বলেন, করোনার যাবতীয় উপসর্গ তার মধ্যে ছিল। তার বাড়িতে যেয়ে বাড়ি লকডাউক করা হয়েছে এবং পরিবারের সদস্যদের আগামীকাল (বুধবার) করোনার পরীক্ষার আওতায় নিয়ে আসবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *