জিএম জাকির হুসাইন: প্রায় ১০ কেজি রুপাসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের কালিয়ানী সীমান্ত থেকে রুপাসহ ওই চোরাকারবারীকে আটক করে কালিয়ানী বিওপির সদস্যরা।
জব্দকৃত রুপার বাজার মূল্য আনুমানিক ৭ লাখ ৯৯ হাজার ২০০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আটক চোরাকারবারীর নাম মোস্তাফিজুর রহমান মজনু(২৫)। তিনি সদরের বৈকারী ইউনিয়নের কালিয়ানী গ্রামের তরিকুল ইসলাম গাজীর ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরাকারবারীকে রুপাসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।