সোহারাফ হোসেন(সৌরভ): ২৫০ পিস ইয়াবা বড়িসহ ২ যুবককে আটক করেছে সাতক্ষীরা থানা পুলিশ।
বুধবার বিকালে সদরের বেতলা এলাকার সানি ব্রিক্স এর সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত যুবকরা হলেন, সাতানী গ্রামের ঈমান আলী সরদারের ছেলে মো: ইব্রাহিম(৩০) ও কেড়াগাছি গ্রামের আনিসুর রহমানের ছেলে ইদ্রিস আলী(২৬)।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, আকটকৃতদের নামে সাতক্ষীরা থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।