কামরুল হাসান: কলারোয়ায় দুঃস্থ মহিলাদের কর্মক্ষম ও দক্ষ করে তুলতে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে আরও ১৪ দিন।
বুধবার (১ জুলাই) সকালে উপজেলার অডিটোরিয়াম হলরুমে প্রধান অতিথি হিসাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণের সার্বিক বিষয় বাস্তবায়ন করে উপজেলা পরিষদ৷
প্রশিক্ষণার্থী ছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নাজমুল হোসেন।