এসভি ডেস্ক: সমাজের আলোর নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক এবং মানবজমিন পত্রিকার সাংবাদিক ইয়ারব হোসেন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে তুজলপুর বাজারে এ ঘটনা ঘটে।
কৃষক ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রহমান জানান, রাস্তার ধারে গাছ দেখাশুনা করছিল। এ সময় যশোরের দিক থেকে আসা একটি মটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান পা ভেঙ্গে গেছে।
এ ঘটনা জানাজানি হয়ে পড়লে সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান।