শেখ রিজাউল ইসলাম(বাবলু): মারপিট ও শ্লীলতাহানির মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে পৌরসদরের হাসপাতাল রোড এলাকা হতে তাকে গ্রেফতার করে কলারোয়া থানা পুলিশ।
কাজী সাহাজাদা (৪০) পৌরসদরের তুলশীডাঙ্গা গ্রামের মৃত কাজী আশরাফ আলীর ছেলে।
এছাড়া ওই মামলায় মুরারীকাটি গ্রামের শেখ মনিরুল হুদার ছেলে শেখ মানিক (৪৫)কেও গ্রেফতার করা হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর-উল-গীয়াস জানান, ‘মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার আশরাফুল হক নামের এক ভদ্রলোক, তার স্ত্রী ও শ্যালককে কলারোয়ার কোল্ড স্টোরেজ মোড় এলাকার লাকি ফিসের সামনে বেধড়ক মারপিট ও শ্লীলতাহানি করার অভিযোগে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও শেখ মানিককে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।