April 14, 2021, 5:54 pm
এসভি ডেস্ক: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, সিগারেটের লাইটার থেকে সেখানে নতুন কোরে করোনা ছড়িয়েছে।
খবরে বলা হয়, সিগারেট জ্বালাতে গিয়ে একই লাইটার অনেকের ব্যবহার বা বিনিয়ম থেকে নতুন এই সংক্রমণ শুরু হয়েছে।
জানা গেছে, মেলবোর্নের একটি হোটেলের স্টাফরা এই সিগারেটের লাইটার নিজেদের মধ্যে বিনিময় করেন। এরপর সেখানে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়।
ভিক্টোরিয়ায় রবিবার নতুন করে ৪৯ জন রোগী পাওয়া গেছে, যা গত দু’মাসে সর্বোচ্চ। সিগারেটের লাইটার বিনিয়মকেই এর জন্য সন্দেহ করা হচ্ছে।
ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, একটি হোটেল থেকে নতুন করে করোনা সংক্রমণ শুরু হয়েছে । যেখানে সামাজিক দূরত্ব ছিল ঠিক কিন্তু একটি লাইটার তারা সবাই ব্যবহার করেন।
এদিকে, অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত করোনায় সাড়ে সাত হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১০৪ জন।
All rights reserved © Satkhira Vision