এসভি ডেস্ক: সাতক্ষীরায় করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেলেন ৩ জন। মৃত্যুর পর ওই ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, শহরের সুলতানপুর ও তালায় করোনা আক্রান্ত হয়ে দুই জন বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এই ২ ব্যক্তির মৃত্যুর পর রোববার তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর আগে গত ২৩ জুন সাতক্ষীরায় করোনা পজিটিভ হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে দেবহাটা উপজেলার রত্নেশ্বরপুর এলাকায়।