কামরুল হাসান: সাতক্ষীরা-১,তালা-কলারোয়ার সংসদ সদস্য অ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহর ঐচ্ছিক তহবিল থেকে ৭জন ব্যক্তির মাঝে অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে খেলোয়ার, প্রতিবন্ধী, শিক্ষার্থী ও অসহায় ব্যক্তিদের মাঝে ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ তাঁর ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের ওই টাকা নির্বাচিত ব্যক্তিদের হাতে তুলে দেন।
প্রধান অতিথি এসময় বলেন, শিক্ষার মান ও শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।
কলারোয়া উপজেলা প্রশাসন আয়োজিত অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা।