নিজস্ব প্রতিনিধি: ৯৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে র্যাব।
যুবকের নাম সাব্বির হোসেন শুভ (১৮)। তিনি সাতক্ষীরা সদরের বাঁশদহা গ্রামের খলিল হোসেনের ছেলে।
বুধবার রাতে আটকের এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদরের বাঁশদহ মাঝেরপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর সদস্যরা। এসময় বাঁশদাহ বাজারস্থ আরিফ টেলিকম দোকানের সামনের পাঁকা রাস্তার উপর হতে ৯৫০ গ্রাম গাঁজাসহ সাব্বির হোসেন শুভকে হাতে নাতে আটক করা হয়।
র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর সিনিয়র এএসপি বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ভিশনকে জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে।