আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটায় করোনা ভাইরাস সচেতনতায় থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় বুধহাটা বাজারে আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবিরের নেতৃত্বে এ সচেতনতা মূলক মাইকিং পরিচালনা করা হয়।
এসময় থানা পুলিশের পক্ষ থেকে জন সাধারণের প্রতি মাক্স ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না, বিকাল ৪টার পর ঔষধ এর দোকান ছাড়া কেউ দোকান খোলা রাখতে পারবে না, অপ্রয়োজনে কেউ বাইরে ঘোরাঘুরি করতে পারবে না, সামাজিক দূরত্ব না মানলে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিশেষ ঘোষণা করা হয়।
এসময় আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির, এস আই হাসানুজ্জামান, সেনা সদস্যবৃন্দ, থানা পুলিশের অফিসারবৃন্দ ও আশাশুনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, সদস্য শেখ বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।