April 11, 2021, 9:27 pm
মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সম্মুখযোদ্ধা হিসেবে শুরু থেকেই কাজ করে আসছে বাংলাদেশ পুলিশ। এতে করে এই ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা বেড়েই চলেছে।
পুলিশে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। দেশে এখন পর্যন্ত ৯ হাজার ৩৯৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ৩৪ জন ও সুস্থ হয়েছেন পুলিশের ৫ হাজার ৪৯১ সদস্য।
করোনায় আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি)। এখন পর্যন্ত ঢাকা মহানগর পুলিশে কর্মরতদের মধ্যে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪৫ জন সদস্য। এ ভাইরাসে ডিএমপির ১৫ জন সদস্য মারা গেছেন।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, ‘এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৩৪ জন গর্বিত সদস্য চলমান করোনাযুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ স্বীকার ত্যাগ করে জীবন উৎসর্গ করেছেন। সহকর্মী হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশসেবার দৃপ্ত শপথ বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে পুলিশ।’
All rights reserved © Satkhira Vision