দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ২০২০ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পারিবারিক কৃষির সবজি – পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সবজি বীজ ও উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার বেলা ১১ টায় দেবহাটা উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৬০ জন কৃষকের মাঝে নুন্যতম দশ প্রকারের সবজির বীজ ও উপকরণ বিতরণ করা হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে সবজি বীজ ও উপকরণ তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি।
এসময় দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপ-সহকারী কৃষি অফিসার মোস্তাক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।