মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে ২ জনের করোনা সনাক্ত হয়েছে। ৩ বাড়িসহ ৫ টি দোকান লকডাউন ঘোষণা করা হয়েছে।
প্রশাসন ও করোনা এক্সপার্ট টিমের দেওয়া তথ্যে জানাগেছে, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের দাউদ আলীর পুত্র আলহাজ্ব নজরুল ইসলাম ( ৪৫) এবং ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের হারুনারশিদের পুত্র নাঈম হোসেন (২৭) এর করোনা পজিটিভ রিপোর্ট শুক্রবারে সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে নিশ্চিত করা হয়।
এরপর থেকে বালিয়াডাঙ্গা বাজারে নজরুল ইসলামের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানসহ পৃথক ৫টি দোকান এবং নাঈম এর বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
এছাড়াও কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা গ্রামের আনারুল ইসলাম (৩৪) গত ১৯ জুন রাত ২টা ৩০ মিনিটে ভারত থেকে দেশে ফেরৎ আসে। সংবাদ পেয়ে শুক্রবার সকালে কুশুলিয়া করোনা এক্সাপার্ট টিমের সদস্যরা স্থানীয় মেম্বরকে নিয়ে তার বাড়ি লকডাউনের ঘোষণা দেন।
করোনা পজেটিভ ও লকডাউনের বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনা প্রতিরোধে যথাযথ তদারকী ও খোঁজ খবর নেওয়া হচ্ছে।’