Spread the love

নিজস্ব প্রতিনিধি: দর্জির তৈরী করা মাস্ক ১ সপ্তাহের মধ্যে বিক্রি না হলে সেই মাস্ক কিনে নেবে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন। আজ রাত ১ টা ১৫ মিনিটে এক ফেসবুক স্টাটাসের মাধ্যমে এ তথ্য জানান কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক রাসেল। পাঠকের জন্য ওই ফেসবুক স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো…..

মাস্কের যোগান সৃষ্টি; টেইলর/দর্জি দোকানদারদের সাথে চুক্তিঃ
যেকোন দর্জি দোকানদার উপজেলা প্রশাসনের সাথে এই চুক্তি করতে পারবেন। আপনী কাপড়ের ৩ স্তরের ১০০ মাস্ক তৈরি করে দোকানে বিক্রির জন্য প্রদর্শন করে রাখুন। ১ সপ্তাহের মধ্যে বিক্রি না হলে উপজেলা প্রশাসন উক্ত মাস্ক কিনে নিবে।
যেকোন দোকানদার আমাদের সাথে চুক্তিতে আসতে পারবেন। নিচে আপনার নাম, দোকানের ঠিকানা ও ফোন নাম্বার দিন।

উপজেলা নির্বাহী অফিসার, কালিগঞ্জ, সাতক্ষীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *