Spread the love

কামরুল হাসান: কলারোয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেনের বাড়ির এক ভাড়াটিয়া করোনায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামে।

কলারোয়ার চন্দনপুর, জালালাবাদ ও দেয়াড়া ইউনিয়নের পর এবার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে নতুন করে মাহবুবুর রহমান (৪১) নামে ওই যুবকের করোনা পজিটিভ এসেছে।

এনিয়ে কলারোয়ায় ১০ জন করোনা পজিটিভ হলেন। যার ৬ জন চন্দনপুর, ২ জন দেয়াড়া, ১জন জালালাবাদ ও অপরজন লাঙ্গলঝাড়া ইউনিয়নের।

আক্রান্ত মাহবুবুর রহমান লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান, গত ৯ জুন স্থানীয় ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়।
১৩জুন শনিবার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

এদিকে, খোদ পৌরসদরসহ উপজেলার একাধিক ইউনিয়নে করোনা পজিটিভের খবরে এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, শনিবার (১৩জুন) আক্রান্ত ব্যক্তির কলারোয়া পৌরসভাধীন গদখালি গ্রামের ভাড়া বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *