সোহারাফ হোসেন সৌরভ: ১০৫ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে র্যাব।
বুধবার রাতে সাতক্ষীরা সদরের ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
যুবকের নাম সাগর হোসেন ওরফে সোহেল রানা (২৮)। তিনি সাতক্ষীরা সদরের তলুইগাছা গ্রামের মৃত রাহাততুল্লাহর ছেলে।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল ওই স্থানে অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেন্সিডিলসহ সাগর হোসেন ওরফে সোহেল রানাকে আটক করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে।