Spread the love

কামরুল হাসান: কলারোয়া বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ১১জন এ+ লাভ করে শতকরা ৯২ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ৩১ মে রবিবার সকালে যশোর শিক্ষা বোর্ডের এসএসসি’র প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ জানান, ২০১৯-২০ শিক্ষা বর্ষে বিদ্যালয় থেকে ১২১জন অংশগ্রহনকারী পরীক্ষার্থীর মধ্যে ১১১জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের মধ্যে ১১ জন এ+,৩০ জন এ,২৭ জন এ-,২৯ জন বি, ১৪ জন সি ও ১০জন এফ গ্রেড লাভ করে। শতকরা পাশের হার ৯১.৭৩ ভাগ এবং ১১জন এ+ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞান বিভাগের মুনতাছির বাঁধন ও অমিত হাসান শুভ গোল্ডেন এ+লাভ করে উত্তীর্ণ হয়েছে বলে জানা যায়।

এদিকে জি,কে,এম,কে সরকারি পাইলট হাইস্কুল ৩৬জন এ+,কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল ২১জন এ+, সোনাাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৮জন এ+,ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয় ৪জন এ+,মডেল মাধ্যমিক বিদ্যালয় ৬জন এ+,মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয় ২জন এ+,দমদম মাধ্যমিক বিদ্যালয়ে ২জন এ+,কয়লা মাধ্যমিক বিদ্যালয় ৫ জন এ+ লাভ করে এবং বিভিন্ন গ্রেডে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছে বলে সংশ্লীষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে জানা যায়। এ ছাড়া কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ জানান, সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় থেকে একমাত্র পুত্র স্কাউট আবদুল্লাহ বিন হামিদ ইউসা গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *