দেবহাটা প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ক্যাম্পের গাছের ডালপালা কাটতে যেয়ে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শ্রমিক শামছুর গাজী (৬০) দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গড়িয়াডাঙ্গা গ্রামের মৃত করিম বক্স গাজীর ছেলে।
শনিবার বেলা ১২ টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর কোম্পানী সদর বিজিবি ক্যাম্পের অভ্যন্তরে ঘূর্নিঝড় আম্পানে আংশিক ভেঙে পড়া গাছের ডালপালা কাটার সময় অসাবধানতা বশত গাছ থেকে পড়ে যান তিনি। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ শামছুর গাজীকে মৃত ঘোষণা করেন।