এসভি ডেস্ক: রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সামনে থেকে চাউলের বস্তা হতে ১ মণ গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১৯ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ৪ এর প্রধান অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হোসেন।
মাদক ব্যবসায়ীরা হলেন- শিল্পী বেগম (২৮), শ্রাবণ ওরফে শাওন (২০), হৃদয় মিয়া (২৫), আল-আমিন (১৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তাবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে। পরে পিকআপের মাধ্যমে বিশেষ কায়দায় চালের বস্তায় লুকিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার মাদক ডিলারদের নিকট সরবরাহ করে থাকে।
র্যাব জানায়, তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।